কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় একটি শার্টারগান ২ রাউন্ড বন্দুকের গুলিসহ একাধিক মামলার আসামী, সন্ত্রাসী নয়ন(৩০) কে আটক করে গনধোলাই দিয়েছে জনতা। পরে জুনিয়াদহ ক্যাম্প পুলিশের হাতে তাকে সোর্পাদ করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জুনিয়াদহ বাজারে। নয়ন উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের নজরুল ইসলাম নজুর পুত্র। জানা গেছে, দৌলতপুর উপজেলার মরিচা ইউপির চেয়ারম্যান মাহাবুল’র ভাই খালেক মন্ডল কে হত্যার উদ্দ্যেশে একাধিক মামলার আসামী, চিহ্নিত সন্ত্রাসী নয়ন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার পূর্ব মুহর্তে তারই জামাই মানিক পেছন থেকে এসে তাকে জাপটে ধরে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সন্ত্রাসী নয়ন কে ধরে গনধোলাই দেয়। পরে জুনিয়াদহ ক্যাম্প পুলিশের হাতে তাকে সোর্পাদ করা হয়। ভেড়ামারা মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওাস) সৈয়দ রবিউল ইসলাম জানান, একাধিক মামলার আসামী সন্ত্রাসী নয়ন কে অস্ত্র ও গুলি সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।