কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় শাহনাজ পারভীন নামে এক নারীকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করতে সংঘবদ্ধ ভুমিদস্যু চক্র কাফনের কাপড় পাঠিয়ে প্রাননাশের হুমকি প্রদান করেছে। হুমকি দিয়ে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, জমিতে তোরা যাবি না, জমি নিয়ে বাড়াবাড়ি করলে জানে খুন করে ফেলবো। এ ঘটনায় চরম আতংকিত হয়ে পড়েছে জমির মালিক। এ বিষয়ে ভেড়ামারা থানায় সাধারন ডায়েরী করেছে ভুক্তভুগী ওই নারী। যার নং-৭৮২। অভিযোগ সুত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর মৌজার জে এল ৪২, আর এস ২০০১ খতিয়ানের ১০৮৪, ১০৮৫, ১১৮৫ নং আর এস দাগের মধ্যে ৩ পয়েন্ট ২৩ একর জমির পৈত্রিক সূত্রে মালিক শাহনাজ পারভীন বেলী। এই জমিই জবর দখল করে দখল নিতে চায় ওই এলাকার মৃত মকছেদ আলী প্রমানিকের পুত্র আবুল হোসেন, দেলয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মতিয়ার রহমান মন্টু, আনোয়ার হোসেন, তফুান, শফিকুল, জাকিরুল। এ নিয়ে বিরোধ সব সময় লেগেই আছে। গত ১৬ সেপ্টেম্বর সকালে ঘুম থেকে জেগে দেখা যায়, বসতবাড়ীর বারান্দায় একটি প্যাকেটের ভিতরে কাফনের কাপড় এবং একটি চিঠি। চিঠিতে লিখা রয়েছে, জমিতে তোরা যাবি না, জমি নিয়ে বাড়াবাড়ি করলে জানে খুন করে ফেলবো। এ ঘটনায় চরম আতংকিত হয়ে পড়েছে জমির মালিক শাহনাজ পারভীন।