ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশী কৃষকের শতাধিক বিঘা জমি দখল করে নিয়েছে ভারতীয়রা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশী কৃষকের শতাধিক বিঘা জমি দখল করে নিয়েছে ভারতীয়রা

kustia mapকুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় বাংলাদেশী কৃষকের শতাধিক বিঘা আবাদী জমি দখল করে নিয়েছে ভারতীয় কৃষকরা। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত সংলগ্ন বাংলাদেশী ভূ-খন্ডের আবাদী জমি দখলের এ ঘটনা ঘটেছে। রামকৃষ্ণপুর ইউপি সদস্য ও মোহাম্মদপুর গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, একই গ্রামের রিফাত মন্ডল, মুজাম্মেল হক, শিপন আলী, ফকির মহম্মদ, আব্দুল ভুষান, আরোজ উল¬াহ, আব্দুল আজিজ ও ছৈমদ্দিনসহ ২৫ জন কৃষকের শতাধিক বিঘা আবাদী জমি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী ক্যাম্পের বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় কৃষকরা জোরপূর্বক দখল করে নিয়েছে। বুধবার সকালে ওই সকল কৃষকরা তাদের জমিতে গেলে বিএসএফের উপস্থিতিতে ভারতের বাউশমারী গ্রামের কৃষকরা বাংলাদেশী কৃষকদের তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয় বিজিবিকে জানানো হলে তারা কোন পদক্ষেপ নেয়নি বলে ইউপি সদস্য মুকুল হোসেন অভিযোগ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক জানান, মোহাম্মদপুর সীমান্তের কৃষকদের একশ বিঘারও বেশী আবাদী জমি বিএসএফ এর সহযোগিতায় ভারতের কৃষকরা জোরপূর্বক দখল করে নিয়েছে। এর আগেও তারা একইভাবে দখল করে নিলে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তা নিরসন হয়। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রæত নিষ্পত্তির আহŸান জানান। তবে সংশি¬¬ষ্ট সীমান্ত এলাকার বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২ ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিজিবি বিওপির অধিনায়ক হাবিলদার আমিরুল ইসলাম বাংলাদেশী কৃষকদের জমি দখলের ঘটনা অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি এবং ওই সীমান্তে আমাদের টহল অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

সুদর্শন আচার্য্য (মদন নেএকোনা)ঃ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ও সংগঠনকে তৃণমূল থেকে ...

 মদনে ৪দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের  বাড়িতে প্রেমিকার অবস্থান প্রেমিক  পলায়ন 

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ  দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪দিন ...