কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরের জামালপুর সীমান্তে (বিএসএফ)এর হাতে আটক এরশাদ আলী (১৫) নামে বাংলাদেশী রাখালকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত এলাকা থেকে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরা পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করেছিল। স্থানীয় বিজিবি ও এলাকাবাসী জানান, সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের হামেদ আলীর ছেলে এরশাদ আলী ১৫৩-৫(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মাথাভাংগা নদীর ওপারে ঘাস কাটতে গেলে ভারতের নাসিরা পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবির ৩২ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুল মালেক জানান, খবর পেয়ে এরশাদ আলীকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র পাঠালে বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫২-৭(এস) সীমান্ত পিলারের সন্নিকটে নোম্যানস্ ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৩২ ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার সাখাওয়াত হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৮৫ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ মেঘনা ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর রাজ কুমার। প্রায় ৩০ মিনিট ব্যাপী চলা পতাকা বৈঠকে ভারত ভূ-খন্ড থেকে বাংলাদেশী রাখালকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র নিকট এরশাদ আলীকে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
Home | ব্রেকিং নিউজ | কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধমে ফেরত