কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক দুই বাংলাদেশী নাগরিককে ভারতের জেল হাজতে প্রেরন করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বহরমপুর জেল হাজতে প্রেরন করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চলিশপাড়া সীমান্ত এলাকা থেকে হীরা (৩৫) ও আল্টু (৪৫) নামে দুই বাংলাদেশী নাগরিককে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকার পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ আটক করে। স্থানীয় বিজিবি ও এলাকাবাসী জানান, ৭জন বাংলাদেশী নাগরিক শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের কেরালা রাজ্য থেকে দৌলতপুরের চলিশপাড়া সীমান্তের ১৫৭-১(এস) সীমান্ত পিলারের নিকট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সরকার পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে। এসময় ৫জন বাংলাদেশী নাগরিক পালিয়ে আসতে সম হলেও হীরা ও আল্টু বিএসএফ’র হাতে আটক হয়। এ বিষয়ে ৩২ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আরমান হোসেন জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২জন বাংলাদেশী নাগরিক বিএসএফ’র হাতে আটক হয়েছে। তাদের ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র পাঠানো হলে শনিবার সকাল ১০টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চলিশপাড়া সীমান্তের ৮৫-১০ (আর) সীমান্ত পিলারের নিকট অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পে নেতৃত্ব দেন রামকৃষ্ণপুর বিওপি’র অধিনায়ক নায়েক সুবেদার শাজাহান আলী। বিএসএফ’র পে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৯১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ সরকার পাড়া বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর স্বপান কুমার দালাল। পতাকা বৈঠকে বিএসএফ’র প থেকে জানানো হয় ভারত ভূ-খন্ডে আটক দুই বাংলাদেশীকে শুক্রবার রাতেই জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করা হলে জলঙ্গী থানা পুলিশ শনিবার তাদের বহরমপুর জেল হাজতে প্রেরন করে। বিএসএফ’র হাতে আটক হীরা একই ইউনিয়নের ভাগজোত এলাকার আফতাব মন্ডলের ছেলে এবং আল্টু পার্শ্ববর্তী মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার মৃত খোদাবক্সের ছেলে।