কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ২জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরের দিকে উপজেলার প্রাগপুর ইউপি’র গোপালপুর গ্রাম থেকে আশরাফুল ইসলাম (৩৭) ও সামাজুল ইসলাম (৩৫) নামে ওই দু’জন জামায়াত কর্মীকে আটক করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সরকার বিরোধী রাজনৈতিক ও নাশকতা মূলক কর্মকান্ড পরিচালনা করার অভিযোগে উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী মৃত জান মহম্মদের ছেলে আশরাফুল ইসলাম ও মৃত শাজাহান আলীর ছেলে সামাজুল ইসলামকে আটক করা হয়।