কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে গেছে ৬টি ঘর। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া গ্রামে রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যদর্শীরা জানান, ওই গ্রামের সাধু পালু ফকিরের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুর্হুতের মধ্যে আগুন পাশাপশি লালু ফকির ও বাবু ফকিরের বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনলেও ওই তিন ফকিরের ৬টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে তাদের নগদ অর্থসহ প্রায় ৫ল টাকার সম্পদ পুড়ে গেছে।