কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় উপজেলা জামায়াতের আমির ও বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক বেলায়েত হোসেন আটকের সত্যতা স্বীকার করে জানান, শামসুদ্দিন কুষ্টিয়ায় বড় ধরনের নাশকতা মুলক কর্মকান্ডের পরিকল্পলনা করছে বলে পুলিশের কাছে তথ্য আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।