কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া :
কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরপপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ও বাহিনী প্রধান ফজলুর রহমান ফজু (৩৫) নিহত হয়েছে। রোববার ভোর পৌনে ৪ টার দিকে খোকসার উথুলিয়া ব্রিজের কাছে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পুলিশ জানায়, ভোর পৌনে ৪টার দিকে ফজলু উথুলিয়া ব্রিজের কাছে তার দলবল নিয়ে কোনো নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিলো। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায়। এসময় ফজলু ও তার দলবল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। এভাবে প্রায় আধাঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে ফজলু ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার, একটি পাইপগান ও দুটি এলজি, একটি চাপাতি, একটি রামদা ও বিভিন্ন অস্ত্রের ২০ রাউন্ড গুলি উদ্ধার করে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফজলু কুষ্টিয়ার খোকসার আলোচিত ইউনিয়ন চেয়ারম্যান নূরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। সে চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের নেতা টিক্কার সেকেন্ড ইন কমান্ড। তিনি আরও জানান, তাছাড়া ফজলু নিজেই একটি শক্তিশালী বাহিনী পরিচালনা করত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। ফজলু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের ফয়জুদ্দিনের ছেলে।