কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসার নবদম্পতির উপর এসিড ছোঁড়ার ঘটনার তিন ঘাতককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিন জনকে আটক করে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, অভিযুক্ত হাফিজ (২২) ও রাজীবকে (২৩) রাজবাড়ির জেলার পাংশা মাছপাড়া গ্রাম থেকে এবং জুয়েলকে (২৪) পাবনার পদ্মার চর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃতরা বর্তমানে কুষ্টিয়া ডিবি পুলিশ হেফাজতে আছে। উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর উপজেলার বরইচারা গ্রামে নবদম্পত্তি কাকলী ও পাঞ্জু শেখের উপর ঘুমন্ত অবস্থায় এসিড ছুঁড়ে মারে আটককৃত ঘাতকেরা।