কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় দেশীয় এলজি অস্ত্র ও গুলিসহ চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা বাবুল সর্দার (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১২টায় খোকসা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় বাবুলের কাছ থেকে দেশিয় তৈরি ১টি এলজি পিস্তল, ১০ রাউন্ড এলজি পিস্তলের গুলি ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে। ডিবি পুলিশের এএসআই মাসুদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা বাসস্ট্যান্ড থেকে বাবুল সর্দারকে গ্রেফতার করা হয়। সে চরমপন্থী সংগঠন গণমুক্তিফোজের টিক্কা বাহিনীর আঞ্চলিক নেতা হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আটককৃত বাবুল সর্দার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামের মোহন সর্দারের ছেলে।