কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার সময় গড়াই নদ দিয়ে একটি লাশ ভেসে এসে উপজেলার বেতবাড়িয়া হাওড়ের কাছে আসলে স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।