কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় আলাউদ্দিন নগর পশুহাটের টেন্ডার জমা দিতে বাধা দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রæপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলাউদ্দিন নগর পশুহাটের টেন্ডার জমা দিতে গেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খানের ক্যাডার রাজ্জাক মেম্বর তার দলবল নিরয় আওয়ামীলীগ নেতা উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ গ্রæপের সর্মথকদের বাধা দেয়। এসময় উভয় গ্রæপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংর্ঘষ বেঁধে যায়। সংর্ঘষে রউফ গ্রæপের সর্মথক মসলেম, শহিদুল ও বৈঠাসহ অন্তত ৫ জন আহত হয়। আহতদের কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত তর্মকর্তা (ওসি) রাম প্রসাদ জানান, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। কুমারখালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সংঘর্ষের পর সম্যসার সমাধানের জন্য দুই গ্রæপকে নিয়ে আলোচনায় বসা হয়েছে।