কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়া কুমারখালিতে খেলার ছলে এক শিশুর ধারালো কাচির আঘাতে সাদ্দাম হোসেন (৭) নামে অপর এক শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটেছে। সাদ্দাম কসবা গ্রামের ওসমান আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে কসবা গ্রামের ওসমান আলীর ছেলে সাদ্দাম হোসেনের সাথে প্রতিবেশি এক শিশুর সাথে খেলা করতে যেয়ে ঝগড়া বাদে এক পর্যায়ে তাকে কাচি দিয়ে আঘাত করে। পরে সাদ্দামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মুত্যু হয়। কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) লিমন রায় ঘটনার সত্যতা শিকার করেন।