ইসলাম নুরুল শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে চুরি হওয়া একটি ডিসকভার-১৩৫ মোটর সাইকেলসহ সুজন মিয়া (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রাজনগর-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুন্সিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন মিয়া সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার চানশিকাপন গ্রামের মোঃ আরিফ উল্লার ছেলে। কুলাউড়া থানার উপপরির্দক(এসআই)বিনয় ভূষন রায় জানান, ১৬ সেপ্টেম্বর সন্ধায় কুলাউড়ার উত্তরবাজার মসজিদের সম্মুখে ইউনুছ মহালদারের একটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটর সাইকেল এর মালিক ইউনুছ মহালদার থানায় অভিযোগ দিলে কুলাউড়া থানা পুলিশ রাজনগর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।