নুরুল ইসলাম শেফুল , মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া শহরের দক্ষিনবাজারের ব্যবসা প্রতিষ্ঠান বীজঘরে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
দোকান মালিক এম মছব্বির আলী জানান বুধবার রাত ১১টায় দোকান বন্ধ করে তিনি বাড়ী চলে যান। বুহস্পতিবার সকাল ১০টায় দোকানে এসে শার্টারের তালা ভাঙ্গা দেখতে পেয়ে দোকানের ভেতর ঢুকে দেখতে পান ক্যাশে রাখা নগদ দেড় লক্ষ টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।