নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইউএসএআইডি ও দ্য এশিয়া ফাউন্ডেশন এর সহায়তায় নারী বিষয়ক নেট ওয়ার্কিং (বিভিন্ন জাতিসত্ত¦ার নারী উন্নয়ন) ইস্যু বিষয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় কুলাউড়ায় উওরভাগ আইপিডিএস হলরুমে জেলা পাবলিক পলিসি ফোরাম (ডিপিপিএফ)এর আহবায়ক ফোরা বাবলী তালাং এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন,আইপিডিএস এর অফিস ব্যবস্থাপক ও প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী অরিজেন খংলা, জেলা মহিলা পরিষদ এর সহ সভাপতি মায়া ধর প্রমুখ। বক্তারা বলেন আদিবাসীদের তাদের নিজস্ব ভাষার পাশাপাশি বাংলাভাষা চর্চা করে সমতলের সাথে পারষ্পরিক সহযোগিতার সম্পর্ক স্থাপন করতে হবে। সরকারের ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়ন করতে হলে সমাজের সকল কাজে পুরুষের সমান নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।