স্টাফ রিপোর্টার : কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী তৃণমূল নেতাদের মতামত যাচাইয়ের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হবে। সভার মধ্য দিয়ে আগামী নির্বাচনে মনোনয়ন প্রাত্যাশীদের ভাগ্য নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনোনয়নের প্রাথমিক ধাপ হিসাবে তাদের মতামত জানাবেন আওয়ামী লীগ সভানেত্রী।
মতবিনিময়কে ঘিরে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার এর নেতৃত্বে কুমিল্লা রাজনৈতিক জেলা উত্তরের সাতটি উপজেলা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনের তৃণমূল নেতারা এতে অংশ নিবেন।