কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ট্রেনে কাটা পড়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে জেলার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামের উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- চার বছরের শিশু মোহাম্মদ জিসান ও বাবা মাহাবুবুল হকের (৪৫)। নিহত মাহাবুবুল হক বান্নাঘর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনার প্রতক্ষ্যদর্শী ওই গ্রামের বাসিন্দা মফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলো বাবা-ছেলে। এক পর্যায়ে চার বছরের জিসান হঠাৎ রেললাইনের ওপর চলে যায়। এ সময় ট্রেন আসতে দেখে মাহাবুবুল হক দৌড় দেন ছেলেকে বাঁচাতে। মুহূর্তের মধ্যে ট্রেন চলে এলে বাবা-ছেলে দু’জনই কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ঘটনাস্থলে পড়ে রয়েছে ছেলের মরদেহ আর বাবার মরদেহ প্রায় ৩’শ ফিট দূরে। প্রাথমিকভাবে জানা গেছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তারা।
নাঙ্গলকোট রেল স্টেশান মাস্টার রফিকুল হায়দার চৌধুরী বলেন, ঢাকাগামী ৭০৩ নং মহানগর গোধুলি ট্রেনে লাকসাম উপজেলার নাওটি স্টেশান এলাকার বান্নাঘর গ্রামে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি লাকসাম জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।
লাকসাম জিআরপি থানা অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।