মোঃ ওমর ফারুক, মাধবপুর থেকে : প্রিয় দেশবাসী শিশু ইব্রাহিম মিয়ার (৪) জীবন বাঁচাতে এগিয়ে আসুন। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। শিশু ইব্রাহিম জন্মের পর থেকে কিডনী রোগে আক্রান্ত হয়ে প্রায় অচল অবস্থায় দিনযাপন করছে। তার একটি কিডনী ইতিমধ্যে সম্পূর্ন বিকল হয়ে গেছে। অপর কিডনীটিও বিকল হওয়ার পথে। ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন শিশু ইব্রাহিম। কিছু দিন পূর্বে ইব্রাহিমের প্রস্রাব বন্ধ হয়ে গেলে ডাঃ মোঃ মনির হোসেন পরীক্ষা নিরীক্ষার পর তার কিডনী অকেজোর বিষয়টি ধরা পড়ে। ইব্রাহিমের পিতা কৃষি শ্রমিক আব্দুর নুর (২৭) এর পক্ষে শ্রমিক হিসেবে কাজ করে ইব্রাহিমকে ব্যয়বহুল চিকিৎসা করে সুস্থ করে তোলা তার পক্ষে সম্ভব নয়। গৃহিনী মা আছিয়া জানান, শিশু ইব্রাহিমের চিকিৎসায় ইতিমধ্যে শেষ সম্ভল একটি গরু ৩টি ছাগল সহ ঘরে থাকা হাঁস মুরগী বিক্রি করে এখন নিস্ব। এ অবস্থায় সরকারী অথবা বিত্তবানদের সহযোগিতা ছাড়া শিশু ইব্রাহিমকে বাঁিচয়ে রাখা সম্পূর্ণ রুপে অসম্ভব। তাদের কোনো ব্যাংক একাউন্ট নেই। তাই সুহৃদয় ব্যক্তিদের ০১৭৩৫-৩১২৬১৬ এই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। শিশু ইব্রাহিম হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের কৃষি শ্রমিক আব্দুর নুরের ছেলে।