মো. আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া গ্রামের মো. শাহেদার রহমানের পুত্র মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র মো. জুলফিকার(১৫)কিডনিতে আক্রান্ত। অন্যদের মত সে বাচতে চায়। জীবন জিবিকার জন্য মানুষ মানুষের জন্য এ কথা ঠিক। কিন্ত সেও সবার মতই বাচতে চায়। ২০০৬ সালে তার প্রস্রাবে সমস্যা দেখা দিলে তার পিতা শাহেদার রহমান বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। চিকিৎসকরা জানান, তার ২টি কিডনি নষ্ট হওয়ার পথে। ১৯/১০/২০০৬ সালে ঢাকা কিডনি শিশু হাসপাতালে,১২/০৬/২০১৪ সালে বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় হাসপাতাল, ২৪/০৯/২০১২ সালে রিলায়েন্স জেনারেল এন্ড রেনাল হাসপাতাল ঢাকায় চিকিৎসা করেন। অবশেষে তার পিতা বাড়ির সয়সম্বল বিক্রি করে ভারতের ভেলরে প্রফেসর এন্ড হেড ডিপার্টম্যান অব পিডিআরটিক নেপ্রলোজি খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করেন। চিকিৎসকরা তার কিডনি বদলানোর জন্য পরামর্শ দেন। কিডনি স্থাপন করতে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হবে। কিন্ত গরীব পিতার পক্ষে এতো টাকা ব্যয় করা সম্ভব নয়। তাই তার পিতা প্রধান মন্ত্রী ও দেশের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৭২১-৮৬৬৭৪৪, বিকাশ নম্বর ০১৭২৩-৯৩১৮৩৬। যোগাযোগের ঠিকানা- ০১৭২৫-৩১৩২৭৭।