স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) ২০১৩’তে যোগদানের উদ্দেশ্যে দু’দিনের সফরে আগামিকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আগামিকাল দুপুর দু’টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান ও অফিসিয়াল ফটো সেশনে যোগ দেবেন এবং সিএইচওজিএম-এর নির্বাহি অধিবেশনে অংশ গ্রহণ করবেন।
সম্মেলনের পাশাপাশি শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সাথে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ১৫ নভেম্বর দেশে ফিরবেন।
উল্লেখ্য, গত ২৪ বছরের মধ্যে এশিয়ায় এবং প্রথমবারের মতো শ্রীলঙ্কায় সিএইচওজিএম-এর সভা অনুষ্ঠিত হচ্ছে।