নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ৭টি বাড়ি ভষ্মিভুত হয়ে গেছে। এতে ধান, চাল, নগদ টাকা ও আসবাবপত্র সব পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই উপজেলার গোপালরায় গ্রামের হেলাল উদ্দিনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে হেলালসহ বাবলু, সাবু, মুকুল, দিলদার ও সফিয়া বেগমের ৭ টি বসতঘর আগুনে ভষ্মিভূত হয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাকিনা ইউনিয়ন পরিষদের সদস্য আতাউজ্জামান রঞ্জু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।