হুমায়ুন কবির,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।
মিয়ানমারের রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে।দীর্ঘ দিন ধরে রোহিঙ্গা মুসলিমদের উপর হত্যা নির্যাতন চলছে। তাদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন বন্ধের দাবীতে শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মুসল্লিদের বিক্ষোভ মিছিল হয়েছে। কালিয়াকৈর উপজেলার আলেম উলামা ও তাওহিদি জনতা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।ওই দিন দুপুরে মসজিদে জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মসজিদের হাজার হাজার মুসল্লী বিক্ষোভ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে পরে। এ সময় সফিপুর কেন্দ্রিয় জামে মসজিদ ও চন্দ্রা সুবর্ন জামে মসজিদ থেকেও বিক্ষোভ মিছিল বের হয়। চন্দ্রা থেকে মৌচাক পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুরে সড়কের উপর হাজার হাজার মুসল্লীর ঢল নেমে গেলে বিক্ষোভ মিছিলে মিছিলে একাকার হয়ে যায়। এক পর্যায়ে পুর্বচান্দরা বোর্ডমিল, রতনপুর, পল্লী বিদ্যুত, চন্দ্রা,ডাইন কিনি,হরতকি তলা,হিজল হাটি,জালশুকা, মৌচাকসহ আশেপাশের বিভিন্ন মসজিদ ও এলাকা থেকে দলে দলে বিক্ষোভ মিছিল আসতে থাকে। বিক্ষোভ মিছিলের কারনে ঢাকা-টঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের চাপ বেড়ে যায়। রাস্তার দুপাশে সারি সারি যানবাহনের দীর্ঘ লাইন হওয়ার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে কালিয়াকৈর থানা ও মৌচাক ফাড়ি এবং হাইত্তয়ে পুলিশ সড়কে যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা করে যান চলাচল স্বাবাভিক হয়। বিক্ষোভ মিছিল শেষে মিয়ানমারের রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে ও সকল নির্যাতন বন্ধের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সফিপুর কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মুফতী দিলাত্তয়ার বিন গাজী। সভায় বক্তব্য রাখেন, মুফতী জুনায়েদুল্লাহ আখতার, মাত্ত.মাহবুব আরেফী, মাও. আনফারুল হক মীজান, মাও.তারেক মাহমুদ, মাও.জাকির হোসেন, মাও. ফারুকুল ইসলাম জিহাদী, হাজী সায়েত প্রমূখ।
