কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ‘পরিকল্পিত ফলদ চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই ¯েøাগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্তর মাঠে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি ।
এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিায়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কৃষকলীগের সভাপতি আবুল কাশেমসহ প্রমুখ। এ-মেলাই ২০ টি নার্সারি স্টল স্থাপন করা হয়েছে। ”বৃক্ষ রোপন করে যে সম্পদশালী হয় সে” এরই ধারাবাহিকতায় পরে ২০০ জন কৃষককে ১ টি করে আমের চারা ও ১ টি করে পিয়ারা চারা বিতরণ করা হয়েছে।