কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা।
আটকৃতরা হলেন, জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার বিষ্ণুপুর এলাকার মো.বাবলু প্রামাণিকের ছেলে মো.সাঈদ হাসান(২৫) ও নওগাঁ জেলার ধামৈরহাট থানার জাহানপুর এলাকার আব্দুর রউফের ছেলে মো.সেলিম হোসেন রকি(৩২)।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান জয়পুরহাট হতে গাজীপুরের দিকে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,(জি) বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর এলাকায় শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। এসময় সাঈদ হাসান ও সেলিম হোসেন রকি কাছ থেকে ৩৭০ বোতল বিদেশী ফেন্সিডিল, ১ টি প্রাইভেটকার নগদ ৪৫০ টাকা এবং ০১টি মোবাইল ফোনসহ র্যাব সদস্যরা তাদের দুইজনকে আটক করে।
পোড়াবাড়ী ক্যাম্প, র্যাব ১, স্পেশালাইজড কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।