হুমায়ুন কবির,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি।
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা সোমবার দুপুরে স্কুলের সামনে ম্যানেজিং কমিটির এক সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে।এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কমিটির সদস্যরা জানান, কালিয়াকৈরের ভাউমানটালাবহ মডেল হাইস্কুলের ম্যানিজিং কমিটির নির্বাচিত সদস্য সানোয়ার হোসেন দীর্ঘ্যদিন যাবৎ স্কুলের শিক্ষিকাদের আপত্তিকর প্রস্তাব,স্কুলের প্রধান শিক্ষকের কাছে চাঁদাদাবী এবং চাঁদা না দিলে প্রধান শিক্ষককে খুন করে লাশ গুম করার হুমকিসহ বিদ্যালয় বিরোধী নানা ষড় যন্ত্র করে আসছিল। তার এমন কর্মকান্ডের প্রতিকার চেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। কিন্ত এতেও কোন প্রতিকার না পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অভিযুক্ত সানোয়ার হোসেনের বিচারের দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল মানবন্ধন কর্মসুচী পালন করে। এসময় তারা লম্পট সানোয়ারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদ থেকে বহিস্কারেরও দাবি জানান। মানববন্ধনে প্রধান শিক্ষক হারেজ আলী,ম্যানেজিং কমিটির সভাপতি মনির্রুজ্জামান মনিরসহ বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা সানোয়োর হোসেনের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবী করেন। প্রধান শিক্ষক হারেজ আলী জানান, বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে কোন ফলাফল না পেয়ে মানব বন্ধন করে স্কুলের ৫শতাধিক শিক্ষার্থী ।মানব বন্ধনে প্রধান শিক্ষক হারেজ আলী,ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনিরসহ বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন।বক্তারা সানোয়োর হোসেনের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবী করেন। অভিযুক্ত সানোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মিলে নানা প্রকার দুনীতি করে থাকে। আমি এর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করা হচ্ছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তর বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
