হুমায়ুন কবির,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রি কলেজে শনিবার দুপুরে মাদক মুক্ত ছাত্রসমাজ গঠনে মাদক বিরোধী সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অংশ গ্রহণকারী প্রায় ৩০০ শিক্ষার্থী এক যোগে মাদক গ্রহণ থেকে বিরত থাকার জন্য শপথ গ্রহণ করেছে।কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক, ওই কলেজের প্রভাষক নুরুল ইসলাম, বাদল মিয়া প্রমুখ। ওই আলোচনা সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক মাদকের বিভিন্ন কুফল এবং মাদক নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল সম্পর্কে তুলে ধরেন। এছাড়া মাদক সেবন এবং মাদক বিক্রির বন্ধের নানা কৌশল নিয়েও আলোচনা করেন তিনি। পরে তার নেতৃত্বে ওই আলোচনা সভায় অংশ গ্রহণকারী প্রায় ৩০০শিক্ষার্থী এক যোগে মাদক গ্রহণ থেকে বিরত থাকতে শপথ করে।
