হুমায়ুন কবীর,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক মুক্ত ছাত্র সমাজ গঠনে মাদক বিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা অনুঠিত হয়। সোমবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক মোঃ ময়ছের আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে মাদক সেবনের কুফল সম্পর্কে তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক ।অন্যান্যের মধ্যে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ রফিকুল ইসলাম,কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য সরকার আব্দুল আলীম,কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম তুষারী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
ছাত্র সমাজকে মাদকমুক্ত রাখতে মাদকের নানাবিধ কুফল নিয়ে আলোচনায় তুলে ধরেন বক্তারা ।
