ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | কালিয়াকৈরে বুদ বুদ করে বের হচ্ছে পানি, গ্যাস না তৈল কৌতুহল জনমনে

কালিয়াকৈরে বুদ বুদ করে বের হচ্ছে পানি, গ্যাস না তৈল কৌতুহল জনমনে

হুমায়ুন কবির,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কাচারস এলাকায় সালাম সরকারের বাড়ীর পাশে একটি বিলের ধারে গাছের নিচে বুদ বুদ করে পানি বের হচ্ছে। গ্যাস না তৈল এ ঘটনায় রহস্য নিয়ে এলাকায় জনমনে নানা কৌতুহল দেখা দিয়েছে। এলাকার লোকজন ওই পানি দেখার জন্য ওই বিলের ধারে ভীড় করছে। কি কারনে ওই পানিতে বুদ বুদ করছে কেউ তার উত্তর খুজে পাচ্ছে না। ফলে রহস্যঘেরা পানি নিয়ে এলাকাবাসীর মধ্যে বাড়ছে জানার আগ্রহ।অনেকেই মনে করছেন এখানে গ্যাস বুদবুদ করে বের হতে পারে।কাচারস এলাকার বাসিন্দা যুবলীগ নেতা জসিম আহম্মেদ বলেন, বেশ কয়েক দিন ধরে ওই স্থানে বুদ বুদ করে পানি বের হচ্ছে। সবার মনে একই প্রশ্ন ও কৌতুহল ঘটনা কি। কিন্ত কেউ বলতে পারছেনা কেন বুদ বুদ করে পানি বের হচ্ছে। আমরা এলাকাবাসী আতংতিক না তবে রহস্য জানতে আগ্রহী।স্বরজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামের পশ্চিম পাশে কালিয়াদহ বিলের পানি এসে ওই বিলে ভরে গেছে। সেখানে বিলের ধারে নানা জাতের বিভিন্ন গাছ রয়েছে। ওই গ্রামের আমছের আলীর বাড়ীর পাশে গাছের নিছে পানি বুদ বুদ আকারে বের হচ্ছে। ওই এলাকার লোকজন প্রাথমিকভাবে ধারনা করেছিল গ্যাস বের হচ্ছে। এ জন্য ওই বুদ বুদের আশেপাশে আগুন দিয়েও পরীৰা করা হয়েছে কোন গ্যাস পাওয়া যায় নি। তা হলে ওই স্থানে কেন বুদ বুদ করে প্রতিদিন পানি বের হচ্ছে। এ প্রশ্নের উওর কারো জানা নেই। এলাকায় আতংক না ছড়ালেও রহস্য নিয়ে নানা গুনজন চলছে। প্রায় দেড় মাস ধরে ওই স্থানে বুদ বুদ করে পানি বের হচ্ছে।
কাচারস গ্রামের বাসিন্দা আব্দুস সালাম সরকার বলেন, আমার বাড়ীর পশ্চিম পাশে বিলের ধারে গাছের নিচে বেশ কিছু দিন ধরে বুদ বুদ করে পানি বের হচ্ছে। পানি নিচ থেকে বলকাইয়া বের হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম গ্যাস বের হচ্ছে। এখন দেখি গ্যাসও না তবে কি বুছতে পারছি না। পরীক্ষা নিরিক্ষার দাবী জানান তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুতত্ব বিভাগের সাবেক ছাত্র সিকদার জহিরুল ইসলাম জয় বলেন, যে কোন ধরনের গ্যাস তৈল বা খনিজদ্রব্য থাকলে পানি থেকে বুদ বুদ বের হতে পারে। ওই স্থানে পরীক্ষা নিরিক্ষা করলে মুল বিষয়টি জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...