হুমায়ুন কবির,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি ॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্ধাবাড়ী এলাকায় দুই ট্রলারের ধাক্কায় শামসুল আলম(৩৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। শামসুল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্ধাবাড়ী এলাকার মৃত তরফ আলীর ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে কালিয়াকৈরের বলিয়াদি এলাকা থেকে ডিজেল ইঞ্জিন চালিত ট্রলারে নিজ বাড়ী উপজেলার বান্ধাবারী যাওয়ার জন্য রওয়ানা হয়। বাড়ীর কাছাকাছি পৌছানোর আগেই দুটি ট্রলারের সাথে সংর্ঘষ বাধে। এসময় শামসুল আহত হয়। পড়ে তাকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের আবেদনের প্রেৰিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই সোমবার সন্ধ্যা দাফন করা হয়। ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান জানান,দুই ট্রলারের ধাক্কায় আহত হলে তাকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পারিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই সোমবার সন্ধ্যায় দাফন করা হয়।
