হুমায়ুন কবির,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি ॥
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এপেক্স ফুটওয়ার লিমিটেড কারখানা এলাকায় বুধবার বিকেলে ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন(৩২) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুহাম্মদ হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রুবেল দিনাজপুর সদরের নছু মিয়ার ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার আমিন হোসেনের বাড়ীতে ভাড়ায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতো।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকা থেকে উপজেলার রতনপুর যাওয়ার পথে গাজীপুর গামী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
