হুমায়ুন কবির,কালিয়াকৈর(গাজীপু)প্রতিনিধি ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর তালতলা মাঠ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ব্যাটারী চালিত অবৈধ অটোরিক্সা চাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত হলো, সিরাজগঞ্জের বেলকুচি থানার চন্দনগাতি এলাকার আব্দুল মালেকের মেয়ে মারুফা আক্তার (৬)। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, মারুফা আক্তার তার বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার সফিপুর তালতলা মাঠ এলাকার আব্দুল আজিজের বাড়িতে বাসা ভাড়া থাকে। তার বাবা আব্দুল মালেক ও মা আয়েশা বেগম স্থানীয় ছালেক টেক্স্রটাইল লিমিটেড কারখানায় কাজ করেন। শিশু মারুফা বৃহস্পতিবার দুপুরে বাড়ির ১০০ গজ দুরে উপজেলার সফিপুর-রতনপুর সড়কের পাশে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে বাসায় যাওয়ার পথে দুপুর ১টার দিকে সে ওই অঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিল। এসময় ব্যাটারি চালিত অবৈধ একটি অটোরিক্সা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মারুফা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সফিপুর খাজা বদরুদ্দোজা মর্ডাণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারুফা মারা যায়। কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আহাদ আলী জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজন তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার চন্দনগাতি এলাকায় নিয়ে গেছে।
