কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর এলাকা থেকে রবিবার রাত ৯টায় মাটি খুঁড়ে অজ্ঞাত (৩৫) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়গোবিন্দপুর এলাকার কৃষক মো. জিন্না আলী (৫০) দুপুরে ক্ষেতে পানি দেয়ার সময় উচু থাকায় সেখানে পানি যাচ্ছিল না।উচু স্থানে কুদাল দিয়ে মাটি সরাতেই একটি মানুষের হাটুর মত দেখতে পান। সে তখন দ্রুত চলে এসে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন মানুষের হাটু দেখে নিশ্চত হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশে খবর পেয়ে রবিবার রাতেই ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় গলায় মাফলার পেঁচানো ।িছল পড়নে ছিল নীল রংয়ের সালুয়ার, ছাপার কামিজ ও কালো রংয়ের বোরখা।কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সানোয়ার জাহান জানান, খবর পেয়ে রবিবার রাত ৯টায় মাটি খুঁড়ে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি ৩/৪ দিন পুতে রাখা হয়েছে। এতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মাটির নিচে চাপা দিয়ে রেখেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
