মোঃ চঞ্চল বাবু কালাই(জয়পুরহাট)প্রতিনিধি, ১৯ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : কালাইয়ে ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূন্ ভাবে পালিত হয়েছে। সকালে হরতালে সমর্থনে বিএনপি-জামায়াত কালাই বাসষ্ট্যান্ড চত্বর থেকে মিছিল বের হয়ে পাঁচশিরা বাজারে শেষ হয়।
কালাই উপজেলার মাত্রাই, উদয়পুর, আহম্মেদাবাদ, পুনট এবং জিন্দারপুর এই পাঁচটি ইউনিয়নে আলাদা আলাদা ভাবে হরতাল পালিত হয়েছে।
হরতাল চলাকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি । ইউনিয়ন পর্যায়ের সড়ক গুলোতেও সকল প্রকার যানবাহন চলাচল ছিল বন্ধ । সরকারি বেসরকারি অফিস, ব্যাংক বীমা সমূহে কার্যক্রম চললেও অফিসগুলোর প্রধান দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা সদরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কারনে জনসাধারণের উপস্থিতি ছিল খুব কম।