মোঃ মোছাদ্দেকুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি, ৩ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জামায়াত ইসলামীর ডাকা হরতালে প্রথম দিনে কালাইয়ে সাঈদীর ফাঁসির রায় বাতিল ও মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।সকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ভক্তরা উপজেলা সদরের রাস্তায় কাফনের কাপড় মাথাই বেঁধে লাঠি নিয়ে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেত হতে থাকে ।পাচশিরা বাজার থেকে হাজার হাজার জামায়াত-শিবির নেতা কমিরা কালাই যাত্রী ছাউনী তে অবস্থান নেয়। এ সময় এক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের রাস্তা প্রদক্ষিনের সময় রাস্তায় থাকা কিছু পুলিশ নিরাপদ অশ্রয় নেয়ার জন্য থানায় ফিরে । রাস্তার দু পার্শ্বে আওয়ামীলীগের ফেস্টুন ব্যানার পোষ্টার ছিঁড়ে ফেলে বিক্ষিপ্ত জনতা । বিক্ষোভ মিছিল শেষে সোনালী ব্যাংক চত্বরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাসির রায় বাতিল ও অবিলম্বে মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন জামায়াত নেতা মোজাফর হোসেন সহ জামায়াত- শিবির নেতা কমি বিভিন্ন আলেম ওলামা ও মসজিদের ইমাম গন। জামায়াত- ইসলামীর ডাকা হরতালে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি,অফিস ,ব্যাংক শিক্ষা প্রতিষ্টান সবই ছিল বন্ধ । স্থানীয় কিছু ব্যাবসায়ীরা বলেন এরকম হরতাল আমরা আগে কোন দিন দেখিনি।
এদিকে সদর উপজেলার মোলামগাড়ীহাটে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হয়েছে।,হরতাল চলাকালে দূরপাল্লার কোন যান বাহন চলাচল করেনি। সকল ব্যাবসা প্রতিষ্ঠান ,অফিস ,ব্যাংক শিক্ষা প্রতিষ্টান সবই ছিল বন্ধ ।