ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | কারাগারে চুপ সাঈদী

কারাগারে চুপ সাঈদী

স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ফাঁসির রায়ের পর চুপষে গেছেন মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী। কারাবিধি অনুযায়ী তাকে রাখা হয়েছে কনডেম সেলে। পড়ানো হয়েছে দাগকাটা কয়েদির পোশাক। নাওয়া, খাওয়া ঘুম একই কক্ষে। প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর কনডেম সেলে সামনে বদল হচ্ছে প্রহরী। নজরদারী চলছে সিসি ক্যামেরাতেও।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, ফাঁসির রায় হওয়ার পরদিন তার পরিবারের সদস্যরা এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। তারপর আর কেউ খোঁজ নেননি তার। তিনি বলেন, অন্যান্য করাবন্দিরা জেল পুলিশ, কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বললেও মানবতাবিরোধী অপরাধী এই জামায়াত নেতা কারো সঙ্গেই কথা বলেন না। কুরআন শরীফ, বই ও নামাজ পড়ে সময় কাটাচ্ছেন। সময় করে পায়চারি করছেন সংকীর্ণ পাথর দেয়ালের ভেতরে।

সূত্রে জানা গেছে, ফাঁসির রায়ের পর হতভম্ব হয়ে গেছেন সাঈদী। পরিবারের সদস্যদের কাছেও প্রকাশ করেছেন তার হতাশার কথা। আশায় আছেন তার পক্ষে সুপ্রিমকোর্টের আপিল নিয়ে। তার পক্ষে এখনও আপিল করা হয়নি। তবে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার সাঈদীর মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন থেকে সারাদেশে বেপরোয়া সহিংসতায় নামে জামায়াত-শিবিরকর্মীরা।

‘সাঈদীকে চাঁদে দেখা গেছে’-এমন গুজব ছড়িয়েই অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে হিন্দু সম্প্রদায়ের সদস্য, আওয়ামী লীগের সমর্থক, সরকারি স্থাপনা এমনকি পুলিশ বাহিনীর ওপর। বিভিন্ন জায়গায় পুলিশ ফাঁড়ি ও থানা আক্রমণ করে গুড়িয়ে দেয়ার চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। কেবল গাইবান্ধা পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে চারজন পুলিশ সদস্যকে খুন করে তারা। এদের একজনকে হত্যা করা হয়েছে হাত-পা এবং জিহ্বা কেটে। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে আরও চার পুলিশের। সরকারি সম্পত্তি এবং নিজেদের জীবন বাঁচাতে পুলিশ-বিজিবির গুলিতেও মারা গেছে প্রায় ৬০ জামায়াত-শিবির কর্মী।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...