ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় এক টেলিভিশন স্টেশনে বন্দুকধারীরা হামলা করেছে। সেখানে অবস্থানরতদের নিহত এবং আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামশাদ টিভি-র প্রধান কার্যালয়ে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং সেখানে ঢোকার সময় গুলি করতে থাকে বন্দুকধারীরা।
টেলিভিশনটির এক প্রতিবেদক কোন মতে পালিয়ে আসতে পেরেছেন। তিনি বিবিসিকে জানিয়েছেন হামলাকারীরা এখনো ভবনের মধ্যে অবস্থান করছে। গুলির শব্দ এখনো শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, একশোর বেশি কর্মী বর্তমানে টেলিভিশন এই প্রধান কার্যালয়ে রয়েছে।