ইন্টারন্যাশনাল ডেস্ক : কানাডার রাজধানী অটোয়াতে এক যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ত্রিশ যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় এ ঘটনা ঘটে। যাত্রীবাহী দোতালা বাসটি বেপরোয়াভাবে চালালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোয়া-টরেন্টো রুটে চলাচলরত ট্রেনের সাথে সংঘর্ষ হয়।
দুর্ঘটনা কবলিত বাসে উপস্থিত রেবেকা গুইলবালট জানান, যাত্রীদের চিৎকারের সত্ত্বেও বাস থামানো হয়নি।
তিনি বলেন, “আমি কিছু মৃতদেহ দেখেছি, এদের মধ্যে কেউ একজনের শরীর অর্ধেক হয়ে গিয়েছিল।”