স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় মেনে নেয়ার জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । বুধবার তথ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান ।
ইনু বলেন,যুদ্ধাপরাধীদের রায়ের বিষয়ে খালেদা জিয়ার নীরবতা দু:খজনক। খালেদা জিয়া এখন যুদ্ধাপরাধীদের বাচাঁনোর চেষ্টা করছেন । উনার উচিৎ এ রায়কে স্বাগত জানানো।
তথ্যমন্ত্রী বলেন,যুদ্ধাপরাধীদের রায়কে কেন্দ্র করে হরতাল অন্যায়ভাবে ব্যবহার করছে জামায়াত ইসলামী ।যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছে তারা স্বঘোষিত যুদ্ধাপরাধী ,তারা কোন ইসলামী আন্দোলনের নেতা নন। এরা রাজনৈতিক দলের নেতা ও ধর্ম ব্যবসায়ী ।
যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের সঙ্গ ত্যাগ করতেও তিনি খালেদা জিয়াকে আহ্বান জানান ।