
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়ায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ওলামা লীগ ও মুক্তিযোদ্ধা লীগ বিজয় মিছিলের আগে এ সমাবেশের আয়োজন করে।
জামায়াতের ৪৮ ঘন্টার হরতালের সমালোচনা করে মায়া বলেন, তাদের এ হরতাল বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। ঢাকা শহরের কোথাও হরতালের লেশ মাত্র নাই। মানুষ স্বাভাবিকভাবেই কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
আগামীতে হরতাল দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করে দেন তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ওলামা লীগ ও মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে রাজধানীতে তারা একটি বিজয় মিছিল বের করে।