অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি : সর্ব্বোচ্চ আদালতে শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালে গৌরনদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতৃবৃন্দরা। রায় ঘোষণা হওয়ার পর পরই গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সভা শেষে গৌরনদীর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। সংগঠনের আহবায়ক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু তার বক্তব্যে বলেন, এ রায়ের মাধ্যমে বাংলার তরুন সমাজের বিজয় হয়েছে। তিনি অনতিবিলম্বে এ রায় কার্যকরের দাবি করেন। একইসাথে তিনি জামায়াতের ডাকা হরতাল প্রতিহতের জন্যও দেশের তরুন সমাজকে এগিয়ে আসার আহবান করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে কাদের মোল্লার রায় একটি মাইল ষ্টোন। প্রথমে তার যাবজ্জীবন হওয়াতে ফুঁসে উঠেছিল বাংলার তরুন সমাজ। আজ মুক্তিকামী মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।