কল্যান কুমার চন্দ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : উজিরপুরে ৭ম শ্রেণিতে পড়ুয়া তুলি আক্তার(১২) নামের এক স্কুল ছাত্রীকে ধর্মীয় শিক্ষক মাওলানা আঃ হক অমানুষিক ভাবে পিটিয়ে স্ংজ্ঞাহীন করে ফেলেছে। এ ঘটনা উজিরপুর উপজেলার হাবিবপুর বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার ৭ম ক্লাশে বেলা ৩:১৫ মিনিটে ঘটে। স্ংজ্ঞাহীন অবস্থায় ছাত্রী তুলি আক্তারের ভাই মোস্তফা কামাল গতকাল সন্ধ্যায় তাকে নিয়ে উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইয়াহিয়া খান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরীর নিকট নিয়ে আসলে তারা দ্রুত গতিতে ছাত্রীটিকে চিকিৎসার জন্য উজিরপুর হাসপাতালে প্রেরণ করে। ঐ ছাত্রীর পিতা শহিদুল ইসলাম বেপারীসহ অভিভাবকরা জানান গতকাল উচ্চ আদালতে কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ার কারণে জামাত ইসলাম কর্মী ধর্মীয় শিক্ষক মাওলানা আঃ হক উত্তেজিত হয়ে ৭ম শ্রেণির ৭ম ক্লাশে তুলি আক্তারকে লাইব্রেরী থেকে বেত আনতে বললে সে বেত নিয়ে আসতে দেরি করেছে, এ অজুহাতে তুলিকে অমানুষের মত পিটিয়ে স্ংজ্ঞাহীন করে ফেলে। ঘটনার আকষ্মিকতায় মূহুর্তের মধ্যে ৭ম শ্রেণি সহ ঐ বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষকরা হতভম্ব হয়ে পড়ে। এ ঘটনায় তুলির পক্ষ থেকে তার বড় ভাই মোস্তফা কামাল উজিরপুর থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে উজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বিডিটুডে ২৪ ডটকমকে জানিয়েছেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Home | বিবিধ | আইন অপরাধ | কাদের মোল্লার ফাঁসির রায়ে ক্ষুব্ধ জামাত সমর্থিত শিক্ষক কর্তৃক উজিরপুরে স্কুল ছাত্রীকে পিটিয়ে স্ংজ্ঞাহীন