স্টাফ রিপোর্টার : একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে বিএনপি কোনো প্রতিক্রিয়া না জানালেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিএনপি নেতারা খুশি। প্রকাশ্যে না বললেও তাদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন সময় তাদের বক্তব্য ও ছয়টি রায়ের পর তাদের নীরবতা এমনটাই প্রমাণ করে। তাছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিএনপি নেতারা মনে করেন, যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিএনপি নেতাদের দাবি, যারা মুক্তিযুদ্ধে নিজ দেশের মানুষের রক্তপাত ঘটিয়েছে, লুটপাট, খুন, মা-বোনদের সম্ভমহানি করেছে তাদের সঙ্গে কোনো আপোস নেই।