বিনোদন সংবাদদাতা : আইনি জটিলতায় ফাঁসল রামলীলা। বিশেষ সম্প্রদায়ের মানুষকে পরিচালক সঞ্জয় লীলা বনশালি, ছবির নায়ক রনবীর সিং ও নায়িকা দীপিকা পাডুকোনের বিরুদ্ধে আইনি নোটিস পাঠাল মুম্বইয়ের এক আদালত।
অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করেছেন আইনজীবী পবন শর্মা।
শর্মা জানালেন, “আমরা প্রোমোর ভিত্তিতে অভিযোগ দায়ের করেছি। বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে এই ছবি। ১৫ নভেম্বর ছবির মুক্তির দিন।” শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে শ্যাম নগর থানা। পুলিসকে তদন্তের নির্দেশে দেওয়া হয়েছে। এবার দেখার পালা কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।