অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় দুস্থদের জন্য কিনিক তৈরীর নামে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে রাস্তার লক্ষাধিক টাকার গাছ কেটে পাকাভবন নির্মাণ করছে একটি বেসরকারী এনজিও। নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
জানা গেছে, বেসরকারী স্বেচ্ছাসেবী এনজিও ‘তরঙ্গ’ উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়িতে তাদের ব্রাঞ্চ অফিস বর্ধিত করার জন্য পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেরীবাঁধ সংলগ্ন সরকারের অধিগ্রহণকৃত জায়গা দখল করে পাকাভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আর ওই ভবনের কাজের জন্য রাস্তার পার্শ্বে লাগানো লক্ষাাধিক টাকার গাছ কেটে নিয়েছে এনজিও কর্তৃপক্ষ। এনজিও’র ম্যানেজার কামরুজ্জামান জানান, ভবনটি তৈরী করে এলাকার দু:স্থদের জন্য কিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হবে। সরকারের গাছ কেটে ও জমি দখল করে কেন পাকাভবন নির্মাণ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন এসেছি, তাই কিছু বলতে পারবনা। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের বনায়নের কার্যক্রম ছিল। তাই গাছগুলো আমরা চেয়ে রেখেছিলাম। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের বরিশাল জোনের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, তাদের কাছ থেকে এনজিওটি ভবন তৈরীর কোন অনুমতি নেয়নি। সরকারের জমি দখল করলে কাজ বন্ধসহ আইনানূগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম তালুকদারের কাছে বুধবার রাস্তার গাছ কেটে সরকারী জমি দখল করে পাকাভবন নির্মাণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি গাছ কাটা ও জায়গা দখলের বিষয়টি না জানায় তাৎক্ষণিক একজন সার্ভেয়ার পাঠিয়ে পাকাভবন নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সার্ভেয়ারের রিপোর্টে পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন ।
Home | সারা দেশ | কাজ বন্ধের নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী অফিসার : আগৈলঝাড়ায় রাস্তার লক্ষাধিক টাকার গাছ কেটে সরকারী জমি দখল করে এনজিও’র পাকাভবন নির্মাণ