বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ এবার বরিশালের আঞ্চলিক ভাষার পাশাপাশি সেখানকার ঐতিহ্য-সংস্কৃতিকে তুলে ধরলেন গানে গানে। ‘বরিশাল বরিশাল’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। কাজী শুভ বলেন, ‘আমি নিজেও বরিশালের মানুষ। ভালোবাসার জায়গা থেকে এ গানটি করেছি। এটি বরিশালের থিম সং হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এর আগে বরিশালের কোনো গানে এভাবে বরিশালের ঐতিহ্য উঠে আসেনি। বরিশালের মানুষ ছাড়াও অন্যদেরও এটি ভালো লাগবে।’ এর মিউজিক ভিডিওতে কাজী শুভর সঙ্গে বরিশাল অঞ্চলের বেশ কয়েকজন মডেল অংশ নিয়েছেন। গানটি শিগগির কাজী শুভর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। বর্তমানে ভিডিওর সম্পাদনা চলছে।
