বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে কাজী শুভর নতুন মিউজিক ভিডিও “মরণ গাড়ি” ।
”মরণ গাড়ি চড়িয়া চড়িয়া যাইবা আপন বাড়ি
হায়রে মানুষ দেখাও এতো কিসের বাহাদূরি”
সালাম খোকনের কথা ও সুরে, রাশেদুল কয়েছ এর সঙ্গীতে গানটি গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। মিউজিক ভিডিওটি আজ সন্ধা ৭ টায় কলেরগান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।
এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, সালাম খোকনের কথা ও সুরে এর আগেও বেশ কটি গান আমি গেয়েছি । বরাবরের মতো ”মরণ গাড়ি” গানটির কথা ও সুর আমার ভাল লেগেছে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন। গানটি প্রকাশের জন্য কলেরগান মাল্টিমিডিয়াকে ধন্যবাদ জানাই।
মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন সাখায়েত হোসেন সাকিব এবং পরিচালনায় ছিলেন রাশেদুল কয়েছ ।
গানের লিংক :