আবুল হাসান মৃধা, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ার চেঁচরীরামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাস এর স্ত্রী নমিতা রানী (২৪) এর ঝুলন্ত লাশ সোমবার দুপুরে উদ্ধার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ। এলাকাবাসী নমিতা রানীকে বাড়ির পার্শ্ববর্তী বাগানের আম গাছের সাথে ঝুলতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পোস্ট মর্ডামের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাঁঠালিয়া থানার অফিসার ইনর্চাজ মো. তোফাজ্জেল হোসেন জানান, নিহত নমিতা রানী দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলো সে তার শরীরের যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।