বিনোদন প্রতিবেদক : হারুন-অর-রশীদের কথায় কল্লোল সরোয়ারের কণ্ঠে ‘ফিরে এসেছি’ অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামীকাল রবিবার বিকাল ৪টায় সোনারগাঁও রোডস্থ ম্যানিন চাইনিজ রেস্টুরেন্ট আয়োজিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বিশেষ অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, সংগীত পরিচালক শেখ সাদী খান, বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক শফিক উদ্দিন সিকদার, মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, ঢাকা সিটি করপোরেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন খান, ওশান গ্রুপের চেয়ারম্যান ড. আলী আযম বাবলা এবং ওয়েস্টার্ন ইলেক্ট্রিক লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম. আরিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক এবং বায়োস্কোপের স্বত্বাধিকারী হারুন-অর-রশিদ।